Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ব্রিটিশ ভারতের প্রাচীনতম জেলা যশোর। ১৭৮৬ সালে এই জেলার কার্যক্রম শুরু হয়। বঙ্গ দেশের এটিই প্রথম জেলা। এই জেলার প্রথম কালেক্টর টিলম্যান হেঙ্কেল। ফরিদপুর, যশোর, খুলনা, ইশপপুর ও সৈয়দপুর পরগানা সমষ্টি চাচঁড়া রাজ্যসহ ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বনগাঁও মহাকুমার ইছামতী নদীর পশ্চিম সীমা পর্যন্ত যশোর জেলার অর্ন্তভুক্ত ছিল। ডাকাতি প্রতিরোধ, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মকদ্দমা পরিচালনার জন্য মুর্শিদাবাদের নাজিম বা নবাবের অধীনে মুড়লি ও ভুষনায় দুইজন দারোগা দায়িত্বে ছিলেন। এই দারোগারা কয়েকশ বর্গ মাইল  এলাকার শান্তি-শৃংখলার দায়িত্ব পালন করতেন। দারোগাদের স্বাভাবিক কর্মকান্ড ব্যহত হওয়ার ফলে হেঙ্কেল সাহেব (১৭৮১-১৭৮৯) যশোরে নতুন করে পুলিশ সিস্টেম প্রতিষ্ঠা (Reformed) করেন।