Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

ব্রিটিশ ভারতের প্রাচীনতম জেলা যশোর। ১৭৮৬ সালে এই জেলার কার্যক্রম শুরু হয়। বঙ্গ দেশের এটিই প্রথম জেলা। এই জেলার প্রথম কালেক্টর টিলম্যান হেঙ্কেল। ফরিদপুর, যশোর, খুলনা, ইশপপুর ও সৈয়দপুর পরগানা সমষ্টি চাচঁড়া রাজ্যসহ ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বনগাঁও মহাকুমার ইছামতী নদীর পশ্চিম সীমা পর্যন্ত যশোর জেলার অর্ন্তভুক্ত ছিল। ডাকাতি প্রতিরোধ, আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মকদ্দমা পরিচালনার জন্য মুর্শিদাবাদের নাজিম বা নবাবের অধীনে মুড়লি ও ভুষনায় দুইজন দারোগা দায়িত্বে ছিলেন। এই দারোগারা কয়েকশ বর্গ মাইল  এলাকার শান্তি-শৃংখলার দায়িত্ব পালন করতেন। দারোগাদের স্বাভাবিক কর্মকান্ড ব্যহত হওয়ার ফলে হেঙ্কেল সাহেব (১৭৮১-১৭৮৯) যশোরে নতুন করে পুলিশ সিস্টেম প্রতিষ্ঠা (Reformed) করেন।