Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লটারীর নামে প্রতারণাকারী প্রতারকচক্রের ০৬(ছয়) জন প্রতারক গ্রেফতার
বিস্তারিত

যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম মহোদয়ের দিকনির্দেশনায়-
কোতয়ালী থানার মামলা নং-৯৩, তারিখ- ২৯/০১/২০২০ খ্রিঃ, ধারা- ৪২০/৩৪ পেনালকোড সংক্রান্তে কোতয়ালী থানার অফিসার ও ফোর্স মামলার বাদীর নিকট হতে মোবাইল ফোনের মাধ্যমে সংবাদ পেয়ে লটারীর নামে প্রতারণাকারী প্রতারকচক্রের আসামী ১।মোঃ রুমন মোল্যা (২২), পিতা-মৃত সলেমান, সাং-মহাশুদ্ধি ছোট মুচকুন্নী, ২।মোঃ রেজাউল ইসলাম (৩০), পিতা- মৃত বালাম খান, সাং- শাহমুলকাদী, ৩। মোঃ রাকিবুল (১৯), পিতা- মোঃ ইদ্রিস শেখ, সাং- ছোট মুচকুন্নী, ৪।মোঃ আসলাম মোল্যা (২৪),পিতা-মোঃ মনু মোল্যা, সাং- ছোট মুচকুন্নী, সর্ব থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর, ৫।মোঃ রনি(২১), পিতা- মোঃ জুলহাস পিয়াসা, সাং- আকন্দকান্দি, থানা-জাজিরা, জেলা-শরিয়তপুর, ৬।শামীম খন্দকার(২৫), পিতামৃত আঃ সালাম, সাং- বাহারা, থানা-মুকসুদপুর, জেলা-গোপালগঞ্জদেরকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীগন উপরোক্ত প্রতারণার ঘটনার বিষয়ে স্বীকারোক্তি প্রদান করে।
আসামীদের দখল হতে জব্দতালিকা মূলে ক)৮৩০টি আল নুর এন্টার প্রাইজ এর নামে ইলেক্ট্রনিক বিভিন্ন পন্যের ছবি সম্বলিত দারুন ডিসকাউন্ট অফার স্ক্র্যাচ কার্ড এবং কার্ডের এমআরপি-১৫০ টাকা লেখা, খ)০৪টি খাকি রংয়ের কার্টুন, যার প্রতিটির গায়ের ইংরেজিতে BL ২২ইঞ্চি কম্পিউটার মনিটর লেখা, যার ০২টি প্যাকেটের সামনে সনি স্টিকার লাগানো, যার মূল্য অনুমান ১২,০০০/-টাকা, গ)০২টি খাকি রংয়ের কার্টুন, যার একটি কার্টুন এর গায়ের হামিম এলইডি টেলিভিশন সনি ২৪ ইঞ্চি, অপর ০১টি কার্টুনের ২৪ ইঞ্চি এলইডি টিভি লেখা, যার দুইটি কার্টুনের মধ্যে ২৪ ইঞ্চি এলইডি টিভি, যার প্রতিটি টিভির সামনে সনি স্টিকার লাগানো, যার মূল্য অনুমান ৮,০০০/- টাকা উদ্ধার করা হয়।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
30/01/2020